শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

হয়রানির জন্য আসামি করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

হয়রানির জন্য আসামি করা যাবে না

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান ও তদন্তের গুণগতমান রক্ষার ওপরে গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, অনুসন্ধান বা তদন্তের গুণগতমান এমন হতে হবে যাতে প্রতিটি মামলায় প্রকৃত অপরাধীদের শতভাগ সাজা নিশ্চিত করা যায়। হয়রানি করার জন্য কাউকে দুদকের মামলায় আসামি করা যাবে না। গতকাল দুদকের জেলা, বিভাগীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের মহাপরিচালক থেকে উপপরিচালক পদমর্যাদার সব কর্মকর্তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিশনের পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কার্যালয়ের পরিচালকরা তাদের বিগত বছরের সব কার্যক্রম কমিশনে উপস্থাপন করেন। দুদকের জনসংযোগ কার্যালয় এ বিষয়টি জানিয়েছে।

সর্বশেষ খবর