শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্রবাসী ভোটারে প্রধান সমস্যা দ্বৈত নাগরিকতা

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী ভোটারে প্রধান সমস্যা দ্বৈত নাগরিকতা

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ভোটার করতে দ্বৈত নাগরিকতা প্রধান সমস্যা। বর্তমানে প্রক্সি ভোট ও পোস্টাল ভোটের নিয়ম আছে। এর মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারেন। আগামী নির্বাচনের আগে এসব পদ্ধতি নিয়ে প্রচার প্রচারণা চালানো হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘প্রবাসী ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের শুরুতে ইসি কর্মকর্তারা জানান, দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে প্রবাসে তাদের ভোটার করলে এ নিয়ে সমস্যা বাড়বে। সিইসি বলেন, বর্তমান কমিশন প্রবাসী ভোটার করতে নতুন করে উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে। দেশের সন্তানরা বিদেশে অবস্থান করে দেশকে সমৃদ্ধশালী করছেন।

সর্বশেষ খবর