শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আমি স্তম্ভিত, বিস্মিত

নিজস্ব প্রতিবেদক

আমি স্তম্ভিত, বিস্মিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে তিন ছাত্রীকে বের করে দেওয়া প্রসঙ্গে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, ‘বৃহস্পতিবার রাতের ঘটনা আমাকে স্তম্ভিত করেছে, আমি স্তম্ভিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম একটি আচরণ করতে পারে, এটা ভাবা যায় না।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন আচরণে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের আচরণ যেন অবিলম্বে বন্ধ হয়। এ ঘটনার

সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ারও দাবি জানান তিনি। একটি নিউজ পোর্টালকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল আরও বলেন, কেউ যদি ভুল করে থাকে, তাহলে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আমার মনে হয়, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কোথাও লেখা নেই যে, রাত ১২টার সময় কোনো ছাত্রীকে স্থানীয় অভিভাবকের হাতে তুলে দেওয়া যায়। নিয়ম ভেঙে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা অগ্রহণযোগ্য। এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, আমরা আশা করব, ঘটনা আসলে কী হয়েছে,  সেটা পরিষ্কারভাবে জানানো হবে। কারও যদি দোষ-ত্রুটি  থেকে থাকে, তাহলে নিয়মসিদ্ধভাবে ব্যবস্থা নেওয়া হোক। হঠকারীভাবে কিছুতেই নয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর