সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পাসপোর্ট জমা দিয়েছেন তারেক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির ভিন্ন কথা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা জানান। সংবর্ধনায় শাহরিয়ার আলম বলেন, তারেক রহমান বাংলাদেশের সবুজ পাসপোর্ট হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন। সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন?

বিএনপির ভিন্ন কথা : তারেক রহমানের দল বিএনপি বলছে ভিন্ন কথা। দলটির পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এ তথ্যকে অসত্য ও বানোয়াট দাবি করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্তান। তার পক্ষে বাংলাদেশি নাগরিকত্ব বর্জনের প্রশ্নই আসে না। মিথ্যাবাদী সরকার মিথ্যা ছাড়া আর কিইবা বলবে। বিএনপি গঠনতান্ত্রিকভাবে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে। এ নিয়ে শাহরিয়ার আলমের এত মাথা ব্যথা কেন?’ 

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘যদি তারেক রহমান হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়ে থাকেন, তাহলে তারা দেখাচ্ছেন না কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দেওয়া হবে। আমরা আইনগতভাবে এর ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর