সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বন্ডে অপব্যবহার ও বাজারে পণ্য বিক্রির তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক

বন্ডে অপব্যবহার ও বাজারে পণ্য বিক্রির তদন্ত হবে

মোশাররফ হোসেন ভূঁইয়া

দেশে বন্ডেড ওয়্যার হাউস সুবিধার অপব্যবহার হচ্ছে— বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। তিনি বলেছেন, অনেক ব্যবসায়ী বন্ড সুবিধার শুল্কমুক্ত মালপত্র  আমদানি করে বাজারে বিক্রি করছেন। বন্ড সুবিধার এ অপব্যবহার তদন্ত করা হবে। একই সঙ্গে বন্ডেড ওয়্যার হাউসে আলাদাভাবে নজর দেওয়া হবে। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় এ কথা বলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে এই প্রাক-বাজেট সভায় অংশ নেন চামড়া ও কৃষিভিত্তিক শিল্প খাতের ব্যবসায়ীরা। এতে বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ এগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম মুন্সী, এনবিআর সদস্য রেজাউল হাসান, কানন কুমার রায়, ফিরোজ শাহ আলম, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল হক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ প্রমুখ। সভায় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া চামড়াশিল্পে বন্ড সুবিধা সংক্রান্ত ব্যবসায়ীদের দাবির জবাবে বলেন, চামড়াশিল্পে যে সব বন্ড লাইসেন্সের আবেদন আছে, সেগুলো বিবেচনা করব। এক্ষেত্রে ন্যূনতম যা যা দরকার তা পূরণ করে বন্ড লাইসেন্স দেব। সাভারে চামড়া শিল্প নগরীতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যার হাউস সুবিধা দিতে পারব। তবে এটা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া শেষ করে আসতে হবে এনবিআরের কাছে। এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের বিভিন্ন দাবি বিবেচনার আশ্বাস দিয়ে আরও বলেন, ‘এবারের বাজেটে বিভিন্ন খাতে কিছু সুযোগ-সুবিধা দিতে চেষ্টা করব। তবে যে সব খাতে ব্যবসায়ীরা শূন্য হার চান, সেটা হয়তো পারব না। কিন্তু কিছুটা কমিয়ে দেব। আবার কোনো কোনো খাতে বাড়াব। আমরা যদি মার্জিনাল ব্যবসায়ীদের সুবিধা দিতে চাই, তাহলে তো কর্পোরেট কর কমাতে পারব না। তবে একটা সমন্বয়ের মধ্যে বাজেট তৈরি হবে।’ মোশাররফ হোসেন ভুঁইয়া দেশে কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্পায়ন জরুরি উল্লেখ করে বলেন, ‘আগামী বাজেটে কৃষিপণ্য স্টোরিংয়ের (গুদামজাতকরণ) জন্য ভালো সুবিধা দেব। কৃষি ভিত্তিক শিল্প খাতের কিছু কিছু দাবি আমরা বিবেচনা করব। এখানে ভ্যাট ও কর থাকলে সেটা বিবেচনা করবে এনবিআর। তারপরও বলছি— সরকারের একটা রাজস্ব টার্গেট আছে। আমরা সেটাকে হতাশাজনক পর্যায়ে পৌঁছে দিতে পারি না। রাজস্ব আদায় না হলে সরকার প্রবৃদ্ধি বাড়াবে কীভাবে? এ জন্য আমাদের কিছু প্রচেষ্টা থাকবে।’ মতবিনিময় সভায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশ এগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম মুন্সী বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের অনেক বড় চাহিদা রয়েছে। কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, বন্ডের হয়রানি মুক্ত হতে সাভারে চামড়াশিল্প নগরীতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যার হাউস সুবিধা চালু করা হোক। আগামী ২০২১ সালে চামড়াশিল্পের রপ্তানির টার্গেট ৫ বিলিয়ন ডলার। এটা অর্জন করতে আগামী ১০ বছরের জন্য সাভারের চামড়াশিল্প নগরীতে কর অবকাশ সুবিধা চাই। এটা না পেরে রপ্তানির টার্গেট পূরণ হবে না। একই সঙ্গে এই শিল্পের কারখানার ভবন নির্মাণে ভ্যাট অব্যাহতি প্রয়োজন। চামড়া প্রক্রিয়াজাতকরণে যে সব কেমিক্যাল ব্যবহার করা হয়, তার শুল্ককর কমানোর দাবি করেন এই ব্যবসায়ী নেতা। বাংলাদেশ কেমিক্যাল ও অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হাসান মাসুদ বলেন, ভ্যাটের মাসিক রিটার্ন দাখিল করতে গিয়ে ব্যবসায়ীরা হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। রিটার্ন দাখিলের বিধান সম্পূর্ণ বাতিল করে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। যাচাই-বাছাইয়ের নামে অহেতুক হয়রানি বন্ধ করা হোক। এফবিসিসিআইর সাবেক পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, পাউরুটির ওপর ভ্যাট প্রত্যাহার করুন। কারণ, গরিব মানুষ পাউরুটি খান। একই সঙ্গে বিস্কুটের ওপর ভ্যাটহার কমানো হোক।

সর্বশেষ খবর