সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভারতে আওয়ামী লীগের প্রতিনিধি দল, আজ মোদির সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে তিন দিনের সফরে ভারত গেছে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গতকাল সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়াদিল্লি যায় প্রতিনিধি দলটি। দুপুর পৌনে ১টার দিকে প্রতিনিধি দল নয়াদিল্লিতে পৌঁছায়। বিকালে রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালে মাহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর রেডফোর্ডসহ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখেন। নয়াদিল্লিতে রাতে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে নৈশভোজে অংশ নেন তারা। আজ সকালে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পার্লামেন্ট অধিবেশন দেখবে প্রতিনিধি দলটি। পরে বিজেপি নেতা এম জে আকবরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তারা। পরে বিজেপির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শেষে নৈশভোজে অংশে নেবেন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। আগামীকাল বিকালে ঢাকায় ফেরার কথা রয়েছে দলটির। দীর্ঘদিন ভারত সফরে এত বড় আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা যাননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কূটনৈতিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিদেশ সফর করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ভারত সফরে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য পীযূষকান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মিসবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. মো. আবদুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু। 

আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ভারতে সফররত দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা ছাড়ার আগে অন্য নেতাদের সামনে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন তাকে।

সর্বশেষ খবর