সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মানুষের অধিকার রক্ষার দায়িত্ব বিচার বিভাগের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মানুষের অধিকার রক্ষার দায়িত্ব বিচার বিভাগের

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, বিচার বিভাগ সংবিধানের রক্ষক। সাধারণ মানুষের অধিকার রক্ষায় জাতির অভিভাবক হিসেবে বিশাল দায়িত্ব রয়েছে বিচার বিভাগের। তাই জনগণের অধিকার সংরক্ষণে স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই। গতকাল বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী ঐক্য পরিষদ আয়োজিত এক সমাবেশে মীর নাছির এ কথা  বলেন। আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে আইনজীবী সমাবেশের আয়োজন করা হয়। ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট মকবুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, বার কাউন্সিল নির্বাচনে সদস্য পদ প্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী।

মীর নাছির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকার একটি গভীর নীলনকশা প্রণয়ন করেছে। বিচারের নামে প্রহসনের মাধ্যমে বেগম খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের জেলে রেখে সে নীলনকশা বাস্তবায়নে আওয়ামী লীগ ওঠে পড়ে লেগেছে। জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলমের পরিচালনায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার,  সহ-সভাপতি অ্যাডভোকেট এস.ইউ এম নুরুল ইসলাম, অ্যাডভোকেট জেলা আইজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার সরওয়ার, অ্যাডভোকেট আবদুল মালেক, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট তারিক আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর