বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
তারেকের পাসপোর্ট বিতর্ক চলছেই

নাগরিকত্ব বর্জনেও ফেরাতে বাধা নেই : ব্যারিস্টার শফিক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করে থাকলেও তাকে দেশে ফেরাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, ‘বর্তমানে যদি ব্রিটিশ নাগরিকও হন, বাংলাদেশি নাগরিক থাকা অবস্থাতেই তিনি অপরাধ করেছেন এবং সেই অপরাধের বিচার শেষে রায় হয়েছে।’ গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাসপোর্ট জমা দিলেই নাগরিকত্ব চলে যায় কিনা প্রশ্নের জবাবে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, ‘উনি (তারেক রহমান) ভিসা নিয়ে গিয়েছিলেন। সেই ভিসার একটি মেয়াদ আছে। ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তিনি সেখানে কীভাবে থাকছেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন এসে যায়। সেজন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেছেন যে, উনি পাসপোর্ট জমা দিয়েছেন। এখন বলা যেতে পারে, এর উদ্দেশ্য কী? হতে পারে, তিনি মেয়াদ বাড়ানোর জন্য পাঠিয়েছেন, অথবা পাসপোর্ট সারেন্ডার (ত্যাগ) করেছেন। এ সম্পর্কে আমার মনে হয় আরও কিছু তথ্য দরকার। সত্যতা যাচাই করা দরকার, উনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন কিনা এবং সেই পরিপ্র্রেক্ষিতেই বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন কিনা, সেটা এখন জানার বিষয়।’ সংশ্লিষ্ট বিষয়ে আইনি ব্যাখ্যা জানতে চাইলে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘পাসপোর্টে একটি মেয়াদ থাকে। মেয়াদ শেষ হলে পাসপোর্ট ইস্যু করবে কে? বাংলাদেশের সরকারের কাছ থেকেই তো পাসপোর্ট নিয়েছে। ব্রিটিশ সরকার তো পাসপোর্ট ইস্যু করবে না। সেক্ষেত্রে উনি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী) হয়তো প্রিজাম্পশন (ধারণা) করেছেন। এটা তো ধারণা হয় যে বাংলাদেশে উনার (তারেক রহমান) নাগরিকত্ব নেই। সেটা দেখাতেই ব্রিটিশ সরকারকে পাসপোর্ট দিয়েছেন। সুতরাং সেই পাসপোর্ট তিনি কেন দিলেন, সেটি কিন্তু প্রশ্নের বিষয়।’ এ বিষয়ে পরিষ্কার ধারণা আসবে যদি ব্রিটিশ সরকার থেকে বিবৃতি দেয়। আর বাংলাদেশ সরকার যদি তদন্ত করে বিষয়টি নিয়ে পরিষ্কার একটি ধারণা দেয় তবে তা আরও স্পষ্ট হবে বলেও জানান সাবেক এই আইনমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর