বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

কারাগার নির্যাতনের জায়গা নয়

নিজস্ব প্রতিবেদক

কারাগার নির্যাতনের জায়গা নয়

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, কারাগার কোনো নির্যাতনের জায়গা নয়। ব্রিটিশ জেল কোড পরিবর্তন করে কারাগারকে সংশোধনাগারে পরিণত করতে হবে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের অভ্যন্তরে খাপড়া ওয়ার্ডে নিরস্ত্র ও অসহায় কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পাকিস্তানি শাসকদের আদেশ ও ব্রিটিশ জেল সুপার বিলের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে ৭ জন শহীদ হন ও ৩৯ জন আহত হন। যা ছিল ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। ৬৮তম খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, অধ্যাপক সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, হাজেরা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, মোস্তফা আলমগীর রতন প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর