শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

উগ্রবাদ দূর করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ

নিজস্ব প্রতিবেদক

উগ্রবাদ দূর করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ

দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সহিংসতা ও উগ্রবাদ শুধু এদেশের নয়, পৃথিবীব্যাপী বড় এক সমস্যা। এ সমস্যা দূর করতে না পারলে পরিস্থিতি হবে ভয়াবহ। গতকাল সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি : তরুণ নেতৃত্ব’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘দি হাঙ্গার প্রজেক্ট’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বদিউল আলম মজুমদার আরও বলেন, আমরা বল প্রয়োগের মাধ্যমে সহিংসতা, জঙ্গিবাদ দমন করতে চাইছি। কিন্তু বল প্রয়োগে পুরোপুরি সমস্যার সমাধান হচ্ছে না। জঙ্গিবাদের মূল কারণ চিহ্নিত হওয়া জরুরি। সমাজে সম্প্রীতি, ভালোবাসা, ভালো কাজের মাধ্যমে নানা সামাজিক সমস্যা দূর করতে হবে। পরিবারকে এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে হবে। সৃষ্টিশীল কাজের মাধ্যমে তরুণদের সমাজে অবদান রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার আরও বলেন, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তরুণ প্রজন্ম বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামে-গঞ্জে আলো ছড়াচ্ছে। এই তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ-তরুণী। বাংলাদেশের ভবিষ্যৎ তারাই। দেশ স্বাধীনের সময় তরুণরা রক্ত দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে। আজকের তরুণরা আগামীর ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই তরুণদের সক্ষমতা, যোগ্যতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার। এক্ষেত্রে পরিবারগুলোকে সবচেয়ে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। কিন্তু এখন পরিবারগুলো নানা সমস্যায় ভেঙে যাচ্ছে। আজকের তরুণ সম্প্রদায়ের জন্য কেমন পরিবেশ নিশ্চিত করতে পারছি সেটি ভেবে দেখতে হবে। অনুষ্ঠানে বেশ কয়েকজন ইয়ুথ লিডার নিজ এলাকায় বহুত্ববাদ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

সর্বশেষ খবর