শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দেশের অগ্রযাত্রায় দেশবাসী অভিভূত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দেশের অগ্রযাত্রায় দেশবাসী অভিভূত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের শিক্ষাব্যবস্থার প্রতি নজর দিয়ে একে এগিয়ে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য এই শিক্ষার আরও প্রসার ও সবার জন্য নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারে, সব নাগরিকের জন্য           শিক্ষা নিশ্চিতকরণে ও দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে সবার আগে প্রয়োজন শিক্ষিত জাতি, যা তৈরিতে সুযোগ্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, বর্তমান সরকারের সময় দেশে উন্নয়নের যে অগ্রযাত্রা হয়েছে তাতে দেশবাসী অভিভূত। দেশের সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। স্পিকার আরও বলেন, তথ্যপ্রযুক্তিতে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন এনেছে যার ফলে আমরা এখন ঘরে বসেই বিশ্বের সব সংবাদ পেতে পারি। নারীরা এখন আর পিছিয়ে নেই, নারীদের জন্য সরকার সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে। বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। দেশের উন্নয়নে নারীরা এখন সমানতালে ভূমিকা রেখে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা রহমান। অনুষ্ঠান সাবেক শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ খবর