সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা

কারা অধিদফতর চাইল মন্ত্রণালয়ের অনুমতি

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সদয় হয়েছে কারা অধিদফতর।

 বেগম খালেদার ইচ্ছার বিষয়টি উল্লেখ করে বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ। ২৬ এপ্রিল চিঠিটি পাঠানো হয়। চিঠিতে কারা চিকিৎসক ও সিভিল সার্জনের সুপারিশও রয়েছে বলে নিশ্চিত করেছে কারাসূত্র। যদিও গতকাল পর্যন্ত মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানা গেছে। যদিও এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে কারাগারের একাধিক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, জেলকোডে না থাকলেও সরকার চাইলে যে কোনো বন্দীর চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানোর অনুমতি দিতে পারে। অতীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান স্বাস্থ্যমন্ত্র্রী মোহাম্মদ নাসিম এবং প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর চিকিৎসা বেসরকারি হাসপাতালে কারানোর অনুমতি দিয়েছিল মন্ত্রণালয়। এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়াকে তার ইচ্ছা অনুযায়ী ইউনাইটেড কিংবা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করানোর অনুমতি দিতেই পারে। কারাসূত্র বলছে, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক আছে। তার স্বাস্থ্যের অবস্থা ভালো। নিয়মিত খাবার খাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সব সময় কারাগারে তার পাশের কক্ষেই একজন চিকিৎসক ও নার্স থাকেন। এদিকে বিএনপির পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে। ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল দেখা করে এ দাবি জানায়। শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল কারাগারে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি তোলে। প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতের সাজা ঘোষণার পর থেকে সেখানে আছেন তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। ওই দিনই বেলা ২টার দিকে আবারও নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হয় তাকে।

সর্বশেষ খবর