সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

তাবলিগ জামাতের দ্বন্দ্ব কাম্য নয়

নিজস্ব প্রতিবেদক

তাবলিগ জামাতের দ্বন্দ্ব কাম্য নয়

তাবলিগ জামাতের দ্বন্দ্ব কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেছেন, আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত তাবলিগ জামাতে সৃষ্ট চলমান সংকটের আশু সমাধান না হলে দাওয়াত ও তাবলিগের এ মহান কাজে সংশ্লিষ্ট উম্মতের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, ‘আজ বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের সমূলে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চলছে এবং মুসলমানদের পরস্পরে দ্বন্দ্ব সৃষ্টির হাজারও অপকৌশল চালানো হচ্ছে।’ তিনি সবাইকে আকাবির ও আসলাফের নকশে কদমে সমস্যার সমাধানে এগিয়ে আসার এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আল্লামা মাসঊদ বলেন, ‘সর্বত্র দ্বীন কায়েমের জন্য সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরামের মাঝে সুসম্পর্ক অটুট থাকা অপরিহার্য। আকাবির ও আসলাফের চেতনাসিক্ত তাবলিগের এই মহান কাজের মাধ্যমে সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরামের মধ্যে যে সুসম্পর্ক গড়ে উঠেছে তা আজ ইহুদি খ্রিস্টানরা বরদাশত করতে পারছে না। ওয়ারিশে নবী হিসেবে এ সুসম্পর্ক অক্ষুণ্ন রাখা আমাদের সবার ঐকান্তিক দায়িত্ব। যে কোনো মূল্যেই হোক না কেন আমাদেরকে এ সম্পর্ক বজায় রাখতে হবে।’ দ্বীন দরদি সবার প্রতি শান্তির আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘তাবলিগের এ কাজকে গতিশীল রাখার জন্য সবার প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা। সাধারণ মানুষ এবং ওলামায়ে কেরাম চিরদিন একে অন্যের সহযোগী। কেউ কারও পক্ষ-প্রতিপক্ষ হতে পারে না।’

সর্বশেষ খবর