মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

বজ্রপাতে নিহত কৃষি শ্রমিকও পাবেন দুই লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, বজ্রপাতে কৃষি শ্রমিক মারা গেলে আর্থিক সাহায্য দেবে সরকার। জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত কৃষি শ্রমিকের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মে দিবস উপলক্ষে গতকাল সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে দেশে হঠাৎ করেই বজ পাতের পরিমাণ বেড়ে গেছে। গত তিন-চার বছরে বহু লোকের মৃত্যু ঘটেছে বজ পাতে, যাদের বেশিরভাগই কৃষি শ্রমিক। ঝড়-বৃষ্টির সময় কৃষিকাজ করতে গিয়ে বজ পাতে তাদের মৃত্যু হয়েছে। এবারের বর্ষা মৌসুম শুরুর আগেই গত কয়েক দিনে বহু লোক মারা গেছেন। আর শুধু গত রবিবারই সারা দেশে বজ পাতে মারা গেছেন ২২ জন, যাদের মধ্যে কৃষি শ্রমিকের সংখ্যাই  বেশি। গতকালও দেশের কয়েক জায়গায় বজ পাতে অনেকের মৃত্যু হয়েছে। প্রতিমন্ত্রীর গতকালের সংবাদ সম্মেলনে মে দিবসের ইস্যুকে ছাড়িয়ে আলোচনায় উঠে আসে বজ পাতের বিষয়টি। সাংবাদিকরা প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমিতে কাজ করার সময় যদি কোনো শ্রমিক বজ পাতে মারা যান, তাহলে সেই কৃষি শ্রমিকের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে সহায়তা করা হবে। তিনি বলেন, যে কৃষি জমিতে কাজ করে সেও শ্রমিক, কলকারখানায় যে কাজ করে সেও শ্রমিক। সুতরাং বজ পাতে মৃত্যু হলে কৃষি শ্রমিকদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে।  শ্রমিকদের কর্মঘণ্টা নিশ্চিত করার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে শতভাগ বাস্তবায়ন সম্ভব নয়। যেমন পিতা যদি সন্তানকে নিয়ে সারাদিন মাঠে কৃষিকাজ করে, সেখানে কর্মঘণ্টা কীভাবে নির্ধারণ করব? তিনি বলেন, এ পর্যন্ত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুই হাজার ৬৫৪ জনকে এবং গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিল থেকে এক হাজার ৩২৫ জন শ্রমিককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  মুজিবুল হক বলেন, একজন রিকশাচালকও কর্মক্ষেত্রে মারা গেলে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে তার পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হবে। আর পোশাক শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেলে গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিল থেকে তার পরিবারকে দেওয়া হবে ৩ লাখ টাকা। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার মে দিবসের মূল অনুষ্ঠান আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় অক্ষম বা মৃত ১০ জন শ্রমিকের পরিবারকে দুটি তহবিল থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন। অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে একটি বোর্ড গত ২৯ জানুয়ারি থেকে কাজ করছে।

সর্বশেষ খবর