বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। এবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ‘ক্ষমতা নিয়ন্ত্রণ : গণমাধ্যমে বিচার ও আইনের শাসন’ (কিপিং পাওয়ার ইন চেক : মিডিয়া জাস্টিস অ্যান্ড দ্য রুল অব ল)।

এ উপলক্ষে বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। দিবসটি উপলক্ষে আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম উদ্যোক্তা, গবেষক ও সংবাদ কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, দিবসটি দেশের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশে এ মুহূর্তে গণমাধ্যমের স্বাধীন বিকাশ ও স্মরণকালের সবচেয়ে বেশি প্রসার ঘটছে। দেশের বিস্তৃত গণমাধ্যম জগতে এখন বছরে আড়াই হাজারেরও বেশি পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, কমিউনিটি রেডিও এবং অনলাইন সংবাদপোর্টাল। এ ছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আজ সকাল ১০টায় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে (তৃতীয় তলা) এক আলোচনা সভার আয়োজন করেছে। বিকাল ৩টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সকাল ১০টায় এক মতবিনিময় সভার আয়োজন করেছে।

সর্বশেষ খবর