শিরোনাম
শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

তারেককে ফেরাতে যুক্তরাজ্যকে চিঠি

কূটনৈতিক প্রতিবেদক

তারেককে ফেরাতে যুক্তরাজ্যকে চিঠি

দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিষয়টি ‘প্রক্রিয়ার মধ্যে’ আছে। আমরা বেশ কয়েকটি চিঠি দিয়েছি, ভবিষ্যতেও দেব। ইতিমধ্যে তারা (ব্রিটিশ হোম অফিস) আমাদের চিঠির জবাবও দিয়েছে। ঢাকা সিএফএম উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লজ কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন হয়।

ঢাকা ফিরেছেন ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহা : পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানোয় ব্রিটেন থেকে ঢাকা ফিরেছেন লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহা। গতকাল তিনি বাংলাদেশে এলেও এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেননি বলে সূত্রের তথ্য। তবে তিনি মিশন থেকে ছাড়পত্র নিয়ে বুধবার বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন কূটনীতিকরা।  জানা যায়, ঢাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন গত ৭ ফেব্রুয়ারি লন্ডন হাইকমিশনে হামলা চালান বিএনপি নেতা-কর্মীরা।  সেখান থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও নামিয়ে ফেলা হয়। ওই হামলা-ভাঙচুরকে ‘বাংলাদেশের ওপর আক্রমণের’ শামিল হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিপ্রেক্ষিতে তালহাকে ৭ মের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়। হামলার সময় ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্বে ছিলেন তিনি। এ ঘটনা তদন্তে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে, যারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

সর্বশেষ খবর