শিরোনাম
শনিবার, ৫ মে, ২০১৮ ০০:০০ টা

সার্ক দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালুর আলোচনা

মানিক মুনতাসির, ম্যানিলা (ফিলিপাইন) থেকে

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সার্ক ইকোনমিক কাউন্সিল গঠনের ব্যাপারে প্রস্তাব এসেছে এডিবির বার্ষিক সভায়। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন মুদ্রা চালুর ব্যাপারে আলোচনা হয়েছে এডিবির ৫১তম বার্ষিক সভার দ্বিতীয় দিনে। গতকাল সার্কভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের আলোচনা পর্বে এ দুটি বিষয়ে আলোচনা হয়। তবে অভিন্ন মুদ্রা চালুুর ব্যাপারে একেক দেশ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। এ দুটি প্রস্তাব বাস্তবায়ন করতে পারলে এসব দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মন্ত্রীরা মনে করেন। তবে এ প্রক্রিয়া বেশ দীর্ঘ। ২০৩০ সালের মধ্যে প্রক্রিয়া দুটি চালু করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া এ বছর এডিবি বাংলাদেশকে এযাবৎকালের সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

দিন শেষে ম্যানিলায় নিযুক্ত এডিবির বিকল্প নির্বাহী পরিচালক মাহবুুব আহমেদের আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এ ছাড়া গতকাল অর্থমন্ত্রী কানাডার অর্থমন্ত্রী, ভারতের অর্থসচিবের সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এরপর গভর্নর প্ল্যানারি সেশনেও অংশ নেন অর্থমন্ত্রী। সেখানে ২০৩০ পরিপ্রেক্ষিত পবিকল্পনা নেওয়া হয়। এ সময়ের মধ্যে বাংলাদেশ অর্থনীতির একটি উৎকর্ষের দেশে পরিণত হবে বলে সভায় জানানো হয়।এদিকে গতকাল এডিবি হেডকোয়ার্টারে আমন্ত্রিত দেশ হিসেবে এক অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করে এডিবি। সেখানে সব অংশগ্রহণকারী দেশ অংশ নেয়।

অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের বলেন, চলতি বছর এযাবৎকালের সর্বোচ্চ ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি; যা দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের উন্নয়নে ব্যবহার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর