রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গা প্রশ্নে সু চির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সুষমা

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার জন্য মিয়ানমার সরকারের ওপর চাপ তৈরি করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী সপ্তাহে দুই দিনের জন্য মিয়ানমার যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার এই খবর দিয়েছেন। সুষমার এই সফরে তাঁর সঙ্গে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বৈঠক হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফরে ভারত সরকার রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার ঘোষণা করবে। সুষমা মিয়ানমার যাবেন ১০-১১ মে। এর আগে ভারত সরকার রোহিঙ্গা পুনর্বাসনের জন্য পঁচিশ মিলিয়ন ডলার বরাদ্দ করে। বাংলাদেশ সরকার বারবার আগ্রহ প্রকাশ করেছে ভারত সরকার যেন রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। মুখপাত্র এও জানান, এই সফরে ভারত ও মিয়ানমারের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। যার মধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টিও আছে। ভারতের অন্যতম অগ্রাধিকারের বিষয় হলো রাখাইন প্রদেশে শান্তি ফিরিয়ে আনা এবং রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত বাসযোগ্য পরিকাঠামো গড়ে তোলা। মুখপাত্র বলেন, রাখাইন প্রদেশে আর্থসামাজিক উন্নয়ন হলেই রোহিঙ্গাদের বাসস্থানের স্থায়ী সমাধান হবে। গত আগস্ট মাসে ভারত সরকার যে পঁচিশ মিলিয়ন ডলার রাখাইনে বাসভবন তৈরির জন্য দিয়েছিল, তার উপযুক্ত ব্যবহার হলেই ভারত সরকার বাড়তি অর্থ সাহায্য করবে। গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে মিয়ানমার সফর করেন। তখন তিনি মিয়ানমারের সামাজিক উন্নয়ন ও ত্রাণমন্ত্রী ইউ সোইর সঙ্গে রাখাইন পুনর্বাসনের চুক্তি স্বাক্ষর করেন। এদিকে গত শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের উত্তর-পূর্ব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা নিয়ে আলোচনা করেন। সুষমা স্বরাজ বলেন, বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও বিমান যোগাযোগ বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর