রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রথম পরীক্ষা সফল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে স্পেস এক্স। ফ্লোরিডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় অরল্যান্ডোতে কেনেডি স্পেস সেন্টার তথা নাসার ব্লক-৫ এ পরীক্ষা চালানো হয়। শুক্রবার সন্ধ্যায় একটি টুইট বার্তায় স্যাটেলাইট উেক্ষণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স এ তথ্য জানিয়েছে।

এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হতে পারে। টুইট বার্তায় বলা হয়েছে, ‘শুক্রবারের স্ট্যাটিক ফায়ার টেস্ট নামের  ওই পরীক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের উেক্ষপণ যান ফ্যালকন-৯ এ ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর। এখন এ পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেস এক্সের সদর দফতর লস অ্যাঞ্জেলসে পাঠানো হয়েছে। তথ্য পর্যালোচনা শেষে শিগগিরই উেক্ষপণের তারিখ নির্ধারণ করা হবে।’

সর্বশেষ খবর