শিরোনাম
রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দণ্ডিত দল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দণ্ডিত দল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চোরাবালিতে আটকে আছে। এ দলের চেয়ারপারসন দণ্ডিত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত। বিএনপি এখন আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দণ্ডিত দল। গতকাল সকালে চট্টগ্রাম নগরের একটি ক্লাবে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘কেউ যদি উন্মাদ হন তাহলে তিনি বিএনপির সদস্য হতে পারবেন। কারণ গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে এ সুযোগ করে দেওয়া হয়েছে। আবার কেউ যদি দণ্ডপ্রাপ্ত হন, তাহলে তিনিও বিএনপিতে যোগ দিতে পারবেন। দুর্নীতিবাজ, দণ্ডপ্রাপ্ত হলে বিএনপিতে থাকার এ সুযোগ বিএনপিই করে দিয়েছে।’ আওয়ামী লীগ সম্পাদক পার্বত্য চট্টগ্রামে সংঘাত ও রক্তপাতে ‘বিএনপির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে’ উল্লেখ করে বলেন, ‘পাহাড়ের যে বিভেদ, রক্তপাত তার মধ্যে বিএনপি ঢুকে পড়েছে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি। তাই আমাদের সতর্ক থাকতে হবে।’ তিনি আওয়ামী লীগ নেতাদের ভারত সফর সম্পর্কে বলেন, ‘আমরা ভারতে নালিশ করতে যাইনি, রোহিঙ্গা সমস্যা সমাধানে কথা বলতে গিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি ভারতের সমসাময়িককালের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী— তিনি আমাদের ডেলিগেটদের ৩২ মিনিট সময় দিয়েছেন। আমাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেছেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর তার আস্থা আছে। রোহিঙ্গা সমস্যার মতো চ্যালেঞ্জ অতিক্রম এবং বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে এগিয়ে নিয়ে যাওয়া— প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক, ক্যারিশমাটিক, ক্রিয়েটিভ লিডারশিপের জন্য সম্ভব হচ্ছে।’ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এ কে এম এনামুল হক শামীম। আরও বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. আফসারুল আমিন, খোরশেদ আলম সুজন, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নঈম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর