রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে হবে

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, বিতাড়িত রোহিঙ্গারা দ্রুত তাদের স্বদেশ মিয়ানমারে ফিরে নিরাপদে বসবাস করুক, সেটাই চায় কানাডা। ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সাইডলাইনে এ সৌজন্য সাক্ষাৎ হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান। সংকট সমাধানে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে বলে কানাডার মন্ত্রীকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তবে বাস্তবে মিয়ানমার চুক্তি অনুযায়ী কাজ করছে না। কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সে দেশে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করেন প্রেস সচিব।

সর্বশেষ খবর