রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন কমিশন পুনর্গঠন চাই

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন পুনর্গঠন চাই

একাদশ সংসদ নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) পুনর্গঠন চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘গত ৩০ এপ্রিল সংসদীয় আসনের সীমানা নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশন সংবিধানের ক্ষমতা অপপ্রয়োগ করে নির্বাচনী সীমানা নির্ধারণীর যে চূড়ান্ত সংশোধনী ছাপিয়েছে, এটা আমরা প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, এই কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভবপর নয়। সে জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাসুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, সাবিহা নাজমুল, ফরিদ উদ্দিন, মোশাররফ হোসেন বক্তব্য দেন। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘দুই সিটিতে সরকার সমর্থিত প্রার্থী ও তাদের সমর্থকরা অব্যাহতভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলছেন। তাদের (ক্ষমতাসীন) কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের একটা দৃষ্টান্তও স্থাপন করতে পারেনি নির্বাচন কমিশন।’

সর্বশেষ খবর