রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

নারী নির্যাতনে বেশি খালাসের কারণ খুঁজুন

নিজস্ব প্রতিবেদক

নারী নির্যাতনে বেশি খালাসের কারণ খুঁজুন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বলা হয়ে থাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় শতকরা তিন ভাগ আসামির সাজা হয়। বাকিরা খালাস পায়। এত বেশি সংখ্যায় আসামি খালাস পায় কেন তার কারণ খুঁজে বের করতে হবে। এসব মামলায় কম আসামির সাজা নিয়ে হতাশ হলে চলবে না। বরং হতাশার কারণ বের করতে হবে। গতকাল ঢাকায় এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, এ জন্য ওয়ার্কশপ করা যেতে পারে। সেখানে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারকদের আনা হোক। প্রয়োজনে আমিও সেখানে থাকব।

সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘বিচারপ্রার্থীদের প্রত্যাশা ও জেল আপিল মামলা পরিচালনায় আইনজীবীসহ সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ও মানুষের জন্য ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণে আইনজীবী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, ধর্ষণের মামলায় ভিকটিমকে অপরাধ প্রমাণ করতে হয় এ কথা সঠিক নয়। ধর্ষণের মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেডিকেল রিপোর্ট। এক্ষেত্রে আদালতকে অভিযুক্ত করার আগে দেখতে হবে গলদটি কোথায়? সবার আগে মেডিকেল রিপোর্ট নিতে হবে। আদালতে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে হবে। তাহলে রায়ে আসামির খালাস পাওয়ার সুযোগ নেই।

সর্বশেষ খবর