বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

কাল শুরু পবিত্র মাহে রমজান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই কাল শুক্রবার থেকে শুরু হবে সিয়াম সাধনার মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা কাল পয়লা রমজান থেকে মাসব্যাপী রোজা পালন শুরু করবেন। আজ ৩০ শাবান এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে সালাতুত তারাবিহ। আজ দিবাগত রাতের শেষপ্রান্তে সাহরি করে প্রথম রোজা রাখবেন রোজদাররা। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, গতকাল দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান।

মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি) এ তিন অংশে বিভক্ত। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহপাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

সর্বশেষ খবর