বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

দলবল দেখে আদেশ দিই না

নিজস্ব প্রতিবেদক

দলবল দেখে আদেশ দিই না

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দলবল দেখে আমরা আদেশ দিই না। তিনি বলেন, আদালতে দলবল নিয়ে আসলেই কি আমরা আদেশ দিয়ে দিই? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলীর একটি মন্তব্যের জবাবে গতকাল তিনি এ কথা বলেন। এর আগে সকালে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। এরপর সাড়ে ১১টার দিকে আইনজীবী এ জে মোহাম্মদ আলী জামিননামা (বেইল বন্ড) দাখিলের জন্য সংক্ষিপ্ত আদেশের জন্য আপিল বিভাগে যান। তিনি আদালতে বলেন, আপনারা জামিন দিয়েছেন। রায়ের পর কাউকে এক মুহূর্ত আটক রাখা হলে তা হবে বেআইনি। জামিননামা দাখিলের জন্য শর্ট অর্ডার চাইছি। তিনি আরও বলেন, আপনাদের আজকের রায় পত্র-পত্রিকায়, টিভিতে প্রচারিত হয়েছে। হয়তো আপনাদের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। আপনাদের দিতে তো অসুবিধা নেই। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খালেদা জিয়া তো আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার আছেন। আপিল বিভাগ থেকে এ ধরনের শর্ট অর্ডার দেওয়ার নজির নেই। বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, কখনো দেখেছেন, আপিলের কোনো রায়ের পর তার সংক্ষিপ্ত আদেশ দেওয়া হয়েছে? এ ধরনের শর্ট অর্ডার দেওয়ার নজির নেই। প্রধান বিচারপতি এ সময় খালেদার আইনজীবীকে বলেন, আপনার আবেদন রিফিউজ করা হলো। এ সময় এ জে মোহাম্মদ আলী জানান, হাই কোর্ট বিভাগের রুলসে ‘শর্ট অর্ডার’ দেওয়ার বিধান আছে। বিচারপতি ইমান আলী তখন বলেন, হাই কোর্টের বিধান মানা কি আমাদের জন্য বাধ্যতামূলক? মোহাম্মদ আলী জবাব দেন, তা বলছি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর