বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা

দেশের উন্নয়ন করছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

দেশের উন্নয়ন করছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, দেশে আজকে নানা সেক্টরে যে উন্নতি হচ্ছে তা সরকার করছে না, করছেন শিল্পপতি-ব্যবসায়ীরা। সাধারণ মানুষেরা এই উন্নতি করছে। সরকার তাদের সর্বপ্রকার নীতি সহায়তা প্রদান করছে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘খাদ্যের অপচয় রোধে রাষ্ট্রের ভূমিকা ও খাদ্য অধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খাদ্য অধিকার বাংলাদেশ। খোন্দকার ইব্রাহীম খালেদ আরও বলেন, রাষ্ট্রের মালিক সরকার নয়, জনগণ। আমরা রাষ্ট্রের কাছে সবকিছু চেয়ে বসে থাকলে নানা সীমাবদ্ধতার জন্য সদিচ্ছা থাকলেও সরকার সেগুলো করতে পারবে না। সরকার ও জনগণের মধ্যে সুন্দর সেতুবন্ধ ও সমন্বয় থাকা দরকার। যাতে মানুষের প্রয়োজনগুলো আমরা জনগণই পূরণ করতে পারি আর সরকার সহায়তার কাজটা করতে পারে। এই সমন্বয় রয়েছে বলেই উন্নয়নগুলো হচ্ছে। খাদ্য অধিকার বাংলাদেশের ভাইস চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদ বলেন, জাতীয় আয়ের যে প্রবৃদ্ধি আমরা কষ্ট করে অর্জন করছি, খাদ্য অপচয় তা খেয়ে ফেলছে। প্রকৃতপক্ষে অপচয়ের কারণে উন্নতি ব্যাহতও হচ্ছে। দেশে যে পরিমাণ মূল্যের ধান-চাল আমদানি করা হয় তার চেয়ে বেশি মূল্যের ধান-চাল প্রতি বছর নষ্ট হয়।

সর্বশেষ খবর