বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
প্রতিক্রিয়া

মানুষ ভোটাধিকার বঞ্চিত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

‘খুলনার নির্বাচনে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেছেন, ‘গাজীপুরের নির্বাচন নিয়ে নতুন করে ভাবব, নতুন স্ট্র্যাটেজি নেব, অথবা সিদ্ধান্ত নেব নতুন করে।’ গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খুলনার ব্যাপারে তিনি বলেন, জনগণের সঙ্গে হিপোক্রেসি করেছে তারা (সরকার)। ক্ষমতাসীনরা যেভাবে নির্বাচন করছে এটা নতুন কৌশল। দৃশ্যত ভালো, সুন্দর, শান্ত— ভিতরে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে। সেখানকার জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। গাজীপুর নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গাজীপুরের নির্বাচনে যাব না— এটা আমরা বলছি না। আমরা বলছি, এই নির্বাচন কমিশনের পরিচালনায় ও এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। যাব কি যাব না, বহু রাজনৈতিক কৌশল আছে, বহু রাজনৈতিক প্রশ্ন আছে। সেটা আমরা আলোচনা করে বসে সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনা হবে আমাদের পার্টির সব লেভেলে। কারণ খুলনার নির্বাচনটা নিঃসন্দেহে আই ওপেনার। সব মিলিয়ে আমরা চিন্তা করব।’

ঈদের আগেই খালেদার মুক্তি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঈদের আগেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন। আমাদের দেশের মধ্যে আইনের যে সিস্টেম আছে— তাতে মনে করি যে, এটাই হওয়াটা উচিত।’ তিনি বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে এখন ৬টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো আছে। সেই মামলাগুলো নিয়ে আমরা হাইকোর্টে মুভ করব। আইনজীবীদের সঙ্গে আমি আলাপ করেছি। আমরা প্রত্যাশা করছি যে, আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যেই ওইসব মামলায় জামিন পাওয়া যাবে।’ জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে জড়ানোর কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন, ‘এই মামলার সঙ্গে বেগম জিয়ার কোনো সম্পর্কই নাই। উনি জানতেনও না এই ফান্ড আসছে, এই ফান্ড যাচ্ছে। উনার কোনো সই নাই।

 ট্রাস্টি বোর্ডে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে কী করে আসামি করা যায়? নিম্ন আদালতে যে বিশ্বাস ভঙ্গের কথা বলা হয়েছে তা কিন্তু প্রমাণ করতে পারেনি। নিম্ন আদালতে রায় দিয়ে দিয়েছে। আমরা আশাবাদী যে, উচ্চ আদালতে উনি গেট দ্য রিলিজ।’

সর্বশেষ খবর