শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

বাজেটের পর শেয়ারবাজার নিয়ে পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

বাজেটের পর শেয়ারবাজার নিয়ে পদক্ষেপ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শক্তিশালী শেয়ারবাজার গড়তে বাজেটের পরে আমরা নতুন পদক্ষেপ নেব। শেয়ারবাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হবে। বৈঠকে শেয়ারবাজার উন্নয়নে করণীয় দিকগুলো খুঁজে বের করা হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে ‘বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্বব্যাংক এই সেমিনার আয়োজন করে। সেমিনারে আরও উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া এবং অর্থ সচিব ইউনুসুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন, বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান, আইএফসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ের্নার প্রমুখ। মুুহিত বলেন, শিল্পায়নে দীর্ঘমেয়াদে অর্থায়নের উৎস হিসেবে বাংলাদেশের শেয়ারবাজার মোটেই কার্যকর হয়নি। যা দুঃখজনক। আমাদের এখানে দীর্ঘমেয়াদি অর্থায়নে বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করছে কিন্তু এটা তাদের কাজ না। শেয়ারবাজার এই দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হওয়া উচিত। তাই দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যম করার লক্ষ্যে শেয়ারবাজারকে সাজাতেই হবে। তিনি বলেন, বাংলাদেশে খেলাপি ঋণের সংস্কৃতি অনেক বেড়েছে, যা দীর্ঘমেয়াদি অর্থায়নে বাধা হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় নিয়েও সমস্যা আছে। সেমিনারে বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এখনো ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর, যা বাজারের মূল সমস্যা। এই সমস্যা কাটিয়ে উঠতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো দরকার। বিনিয়োগকারীরা এখনো গুজবের ভিত্তিতে বিনিয়োগ করে লোকসানের কবলে পড়ছে। আর এটাই বাজারের প্রধান সমস্যা।

সর্বশেষ খবর