শুক্রবার, ১৮ মে, ২০১৮ ০০:০০ টা

খুলনায় নতুন কায়দায় ভোট

নিজস্ব প্রতিবেদক

খুলনায় নতুন কায়দায় ভোট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান সরকার ‘নতুন কায়দায় ভোট ডাকাতি’ করেছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভিন্নমতকে পদদলিত করে আবারও দেশে একদলীয় শাসন কায়েম করেছে। এমনকি সম্প্রতি খুলনা থেকে এ সরকার এখন নতুন কায়দায়, নতুন রূপে ভোট ডাকাতি শুরু করেছে। ভোট কেন্দ্র দখলের রাজনীতি শুরু করেছে। এখন বাইরে থেকে সবাই দেখে সব কিছু সুন্দর ও সুষ্ঠু হচ্ছে, কিন্তু ভিতরে ভোট ডাকাতির মাধ্যমে সুকৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে নিয়ে যাচ্ছে।’ গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। সিটি নির্বাচনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘এই ইসির পুনর্গঠন চাই। কারণ তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার যোগ্য নয়। একটা সিটি করপোরেশন নির্বাচনই যেখানে তারা করতে পারে না, তারা কী করে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন করবে? এ জন্য অবিলম্বে এই অযোগ্য নির্বাচন কমিশন ভেঙে দিয়ে তা পুনর্গঠন করতে হবে।’ এর আগে অনুষ্ঠিত যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা জয়নুল আবেদীন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুস সালাম আজাদ, আসাদুল করিম, শিরিন সুলতানা, শামসুজ্জামান, মুনির হোসেন, বেলাল আহমেদ, জন গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের কর্মসূচি : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মে থেকে ৫ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে আছে আগামী ২৯ মে বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর বিএনপির আলোচনা সভা, ৩০ মে সকাল ১০টায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ইত্যাদি। এ ছাড়া ৩০ মে বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখবে এবং নেতা-কর্মীরা সেদিন কালো ব্যাজ বুকে ধারণ করবেন। এ ছাড়া ৩০ মে মহানগরীর প্রতিটি থানায় দুস্থ ব্যক্তিদের মধ্যে কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ছাত্রদলের উদ্যোগে একই দিন জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। বিভাগীয় শহরগুলোতে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর