রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

কর্মসূচি স্থগিত কোটা আন্দোলনকারীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

রমজান মাস ও সেশনজটের কথা বিবেচনা করে পরীক্ষা বর্জনের কর্মসূচি স্থগিত করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি চলমান থাকবে বলেও জানিয়েছে তারা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের ওপর নির্যাতন, হামলা করা হচ্ছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর, নির্যাতন ও হল ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে। একটি অতি উৎসাহী, কুচক্রী মহল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এসব নোংরা ও ঘৃণ্য কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলন থেকে এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা কবি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কারণ দর্শানোর নামে নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান,  ফারুক হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর