রবিবার, ২০ মে, ২০১৮ ০০:০০ টা

নতজানু নীতির জন্য পানির ন্যায্য হিস্‌সা আদায় হয়নি

নিজস্ব প্রতিবেদক

নতজানু নীতির জন্য পানির ন্যায্য হিস্‌সা আদায় হয়নি

সিরাজুল ইসলাম চৌধুরী

মওলানা ভাসানীই প্রথম উপলব্ধি করেছিলেন বাংলাদেশের মানুষ ধীরে ধীরে পানি আগ্রাসনের শিকার হচ্ছে। তাই ফারাক্কা বাঁধ নির্মাণে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। স্বাধীনতা-পরবর্তী সরকারগুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা বার বার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছি। গতকাল ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রাবন্ধিক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ফারাক্কা লংমার্চ-পরবর্তী দীর্ঘ ৪৩ বছরে পানি সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া ছড়িয়ে পড়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে ভূ-গর্ভস্থ পানির স্তর ২৫-৩০ ফুট নেমে যাওয়ায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্রকৃতি ও পরিবেশ বাঁচাতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, রাজনৈতিক বিশ্লেষক মাহফুজ উল্লাহ, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

সর্বশেষ খবর