সোমবার, ২১ মে, ২০১৮ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে অভিযান শুরু : প্রধানমন্ত্রী

বন্দুকযুদ্ধে নিহত আরও ৬

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি দমনের পর এবার দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি, তেমন মাদকের বিরুদ্ধেও অভিযান শুরু হয়ে গেছে। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।

গতকাল সন্ধ্যায় গণভবনে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মাদকের জন্য একেকটা পরিবার কষ্ট পায়, একেকটা পরিবার ধ্বংস হয়ে যায়। কাজেই এবার মাদকের বিরুদ্ধে অভিযান। আমরা সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেন বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?’ এর আগে খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক আওয়ামী লীগের বিজয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরি নৌকা দিয়ে শুভেচ্ছা জানান।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো নির্বাচনে জয়লাভ আওয়ামী লীগের জন্য কোনো কঠিন কাজ নয়, তা আবার প্রমাণিত হয়েছে।

শেখ হাসিনা ২৬ মে পশ্চিমবঙ্গ যাচ্ছেন : কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ মে ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছেন। তিনি এদিন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিক ডি’লিট উপাধি গ্রহণ করবেন। এ ছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে শান্তি নিকেতন সংলগ্ন বাংলাদেশ ভবন উদ্বোধন করবেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জিরো টলারেন্স নীতিতেই চলবে মাদক নির্মূল অভিযান। দেশে জঙ্গিবাদ যেভাবে নির্মূূল করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক নির্মূল করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলবেই। গতকাল রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে র‌্যাব আয়োজিত মাদকের বিরুদ্ধে বিশেষ প্রচারাভিযানে তিনি এ কথা বলেন। এদিকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলার সময় গতকাল রাতে বন্দুকযুদ্ধে আরও ছয়জন নিহত হয়েছেন। টাঙ্গাইল, ময়মনসিংহ, ফেনী, বরিশাল, দিনাজপুর ও যশোরে এসব নিহতের ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী, নিহতরা মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগের রাতেও বন্দুকযুদ্ধে চারজন মাদক ব্যবসায়ী নিহত হন। মাদকবিরোধী র‌্যাবের বিশেষ স্টিকার লাগানোর কর্মসূচির অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, মাদক একদিনের নয়, এটা ২০ বছরের সমস্যা। ২০ দিনে এর নির্মূল সম্ভব হবে না। আমরা ধীরে ধীরে এটাকে শেষ করব। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। একাত্তর সালের যুদ্ধে আমরা জয়ী হয়েছি, এবার মাদকের বিরুদ্ধে জাতিগত যুদ্ধ করলে আমরা অবশ্যই জয়ী হব। মাদক নির্মূল একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কাজ করছি। সারা দেশে বিতরণের জন্য আমরা ১০ লাখ পোস্টার, লিফলেট করছি। এসব স্টিকার স্কুল, কলেজ, হাট-বাজার, দোকান, অফিস, বাড়িঘর সব জায়গায় লাগানো হবে। মাদক নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্ট। তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই বলব, মাদকের সঙ্গে যারা আছে, তাদের মাদক ছাড়তে হবে। দেশবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এর শিকড় উৎপাটন করবই। আমরা এ দেশ থেকে জঙ্গি নির্মূল করেছি। মাদকও নির্মূল হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কিছুই করতে পারবে না।  যে কোনো অপশক্তিকে পরাস্ত করা সম্ভব হবে।’ নিহত ৬ জন : গতকাল রাত সোয়া ২টার দিকে ময়মনসিংহের মাসকান্দা এলাকার গণশার মোড়ে গোয়েন্দা পুলিশের গুলিতে নিহত হন ৪০ বছর বয়সী রিয়াজুল ইসলাম বিপ্লব, প্রায় একই সময় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ বটতলা এলাকায় গোয়েন্দা পুলিশের গুলিতে নিহত হন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, ভোরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় ইউনিয়নের পশ্চিম পাঠানগড়ে পুলিশের গুলিতে নিহত হন পাঠানগড় গ্রামের আবদুস ছালামের ছেলে আলমগীর হোসেন ভূঁইয়া (৩৩), রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুরের বিরল উপজেলায় পুলিশের গুলিতে নিহত হন বাবু ওরফে গালকাটা বাবু (৪৫), ভোরের দিকে যশোরের ছুটিপুর সড়কের রুদ্রপুর গ্রামে গোলাগুলির ঘটনায় নিহত হন অজ্ঞাত পরিচয় আরেক ব্যক্তি এবং রাত সোয়া ২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের কুতুববাজার এলাকায় মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়কে পুলিশের গুলিতে নিহত হন মির্জাপুর পৌর এলাকার পোস্টকামুরী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইমন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর— ময়মনসিংহ : জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস জানান, নিহত রিয়াজুল ইসলাম বিপ্লব ছিলেন শহরের ‘শীর্ষ মাদক চোরাকারবারি। মাসকান্দা এলাকায় কয়েকজন মাদক কারবারি একটি চালানের ভাগাভাগি করছে খবর পেয়ে ডিবির একটি দল গণশার মোড়ে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক সম্রাট বিপ্লবকে আটক করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিমল দাস জানান, এই অভিযানে রাশেদুল ও কাওছার নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন, ২০০টি ইয়াবা, তিনটি গুলির খোসা ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। ফেনী : ছাগলনাইয়া থানার ওসি এম মোর্শেদ জানান, পশ্চিম পাঠানগড় এলাকায় পুলিশের গুলিতে নিহত আলমগীর হোসেন ভূঁইয়া একজন ‘চিহ্নিত মাদক চোরাকারবারি’। তার বিরুদ্ধে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থানায় নয়টি মামলা রয়েছে। তিনি উল্লেখ করেন, ছাগলনাইয়ার পশ্চিম পাঠানগড় এলাকায় মাদকের একটি বড় চালান যাওয়ার খবরে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর সেখানে আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ অভিযানে দেলোয়ার হোসেন ও মতিয়ার রহমান নামে পুলিশের দুই এএসআই আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বন্দুক, তিন রাউন্ড গুলি, এক হাজার ইয়াবা ও শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বরিশাল : মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার নাছির মল্লিক জানান, শায়েস্তাবাদ এলাকায় গতকাল রাতে পুলিশের একটি টহল দলের সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনা ঘটে। তিনি উল্লেখ করেন, ডিবি পুলিশের টহল দল বটতলা এলাকায় গেলে একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ অভিযানে ডিবি পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর : বিরল থানার ওসি আবদুল মজিদ জানান, বন্দুকযুদ্ধে নিহত গালকাটা বাবুর বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে। ঘটনা সম্পর্কে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি দল দিনাজপুর-বিরল সড়কের মুরাদপুর নার্সারি এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। সেখানে অবস্থান নিয়ে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে বাবুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি টু-টু বোরের রাইফেল, একটি তলোয়ার, পাঁচটি ককটেল ও ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। যশোর : কোতোয়ালি থানার ওসি কে এম আজমল হুদা জানান, ছুটিপুর সড়কের রুদ্রপুর গ্রামে মাদক  চোরাকারবারিদের দুটি দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ভোরে পুলিশের একটি দল সেখানে যায় এবং গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন মাদক ব্যবসায়ী- সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৪০০ ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। টাঙ্গাইল : মির্জাপুর থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, গভীর রাতে তার এলাকায় গুলিতে নিহত ইমন একজন ‘ছিনতাইকারী’। তার বিরুদ্ধে থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, মির্জাপুরের কুতুববাজার ব্রিজের ঢালে যানবাহন থামিয়ে ছিনতাই করার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন চার ছিনতাইকারী দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ইমন নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।

সর্বশেষ খবর