মঙ্গলবার, ২২ মে, ২০১৮ ০০:০০ টা

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় আসবে বাংলাদেশি পণ্য

নয়াদিল্লি ও কলকাতা প্রতিনিধি

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় আসবে বাংলাদেশি পণ্য

অমিত শাহ

বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় পণ্যের অবাধ আমদানির ব্যবস্থা করছে ভারত সরকার। ভারতের উত্তর-পূর্বের ছয়টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসামে রবিবার এ কথা বলেন। তবে এ সম্মেলনে বিজেপি-সহযোগী আসাম গণপরিষদের সভাপতি অতুল বোরা বিজেপি সভাপতির কাছে নাগরিক আইন সংশোধন আইন প্রত্যাহার করার আরজি জানান। এ আইনের বলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু শরণার্থীদের স্থায়ী বাসস্থানের সুবিধা দেওয়া হবে। এতে আসামের জনবিন্যাস ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে এ অঞ্চলের প্রভূত উন্নতি হবে এবং এর ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের বন্দর ব্যবহারের সুবিধা পাবে। ফলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় উৎপাদিত পণ্য খুব সহজেই প্রতিবেশী রাষ্ট্রের বন্দর দিয়ে পারাপার হতে পারবে।’ বিজেপি সভাপতির অভিমত, গত চার বছরের শাসনকালে প্রধানমন্ত্রী এ অঞ্চলে শান্তি স্থাপনে একাধিক পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্র ও রাজ্যের মধ্যে বিরাজমান সীমান্ত সমস্যা দূর করেছেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘নরেন্দ্র মোদির উদ্যোগে ভারতের সঙ্গে বাংলাদেশ, ভুটান ও মিয়ানমারের সম্পর্কোন্নয়নের ফলে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। ৫ হাজার কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত হয়েছে এবং ‘পুবে তাকাও নীতি’ চালু হয়েছে; যার ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।’ বিজেপি সভাপতির অভিমত, একমাত্র নরেন্দ্র মোদিই এ অঞ্চলের প্রতি গুরুত্বারোপ করেছেন, বিশ্লেষণ করেছেন এবং এখানকার সমস্যা বুঝতে পেরেছেন এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার উপায় বের করেছেন। উত্তর-পূর্বাঞ্চলে সড়ক, রেল, বিমান ও তথ্যপ্রযুক্তি কানেকটিভিটি বাড়ানোর ব্যাপারে বিজেপি সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ভারতের সঙ্গে মিয়ানমার, থাইল্যান্ডের সংযোগ স্থাপনে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, আখাউড়া-আগরতলা রেলসংযোগের কাজও চলছে।

সর্বশেষ খবর