বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

জেলেই ভালো ছিলাম

নিজস্ব প্রতিবেদক

জেলেই ভালো ছিলাম

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে আক্ষেপ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা যারা জেলে ছিলাম, জেল থেকে বের হওয়ার পর মনে হচ্ছে ভিতরেই ভালো ছিলাম। কারণ বের হয়েও তেমন কিছু করতে পারছি না। আমরা ভয়ের কারণে কথা বলি না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক নেতা এম. শামসুল ইসলাম ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভায় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর বলেন, ‘জেলখানায় বসে দেখলাম আমাদের নির্বাচন নিয়ে ব্যস্ততা। নির্বাচন নিয়ে ব্যস্ততা তো থাকবেই। কারণ বিএনপি তো নির্বাচনমুখী দল। দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’ খুলনা সিটি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন খুলনা নির্বাচন তিনি নিজে মনিটরিং করেছেন। সত্য কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ভাই শেখ হেলালও মনিটরিং করেছেন। তার মানে ইসির ওপর হস্তক্ষেপ করা হয়েছে বলে যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়েছে। খুলনা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আমাদের একটা বার্তা দিয়েছেন। এটা বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে বিপদ আছে।’ জনগণকে সঙ্গে নিয়ে একটা যৌক্তিক আন্দোলন গড়ে তুলতে পারলে খালেদা জিয়া মুক্তি পাবেন এমন মন্তব্য করে গয়েশ্বর বলেন, ‘তখন গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত হতে পারে।’ আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহিদী হাসান পলাশের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর