শুক্রবার, ২৫ মে, ২০১৮ ০০:০০ টা

তালিকা ধরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সংস্থার তালিকাও রয়েছে। সেই তালিকা ধরেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

গতকাল রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের সঙ্গে যেই যুক্ত থাকুক, তাকেই শাস্তি পেতে হবে। শুধু মাদকের কারণেই ঐশী নামে একটি মেয়ের হাতে তার বাবা পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমানকে খুন হতে হয়েছে। আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘মাদকের কারণে কী ঘটে তা আপনারা খুব ভালোভাবে জানেন। আপনারা প্রতিনিয়ত দেখছেন। সুতরাং মাদকের বিরুদ্ধে অভিযান জিরো টলারেন্স নীতিতেই চলবে।’ এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, অভিযানের জন্য ঢাকা শহরের শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে ছাড় দেওয়া হবে না। ডিএমপি কমিশনার আরও বলেন, ‘ঢাকা মহানগরীর জনগণের সহযোগিতা নিয়ে আমরা জঙ্গিবিরোধী অভিযানে সফল হয়েছি। মাদকের এই ভয়াবহতা থেকেও আমরা সফল হতে পারব।’ এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার আবদুল বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর