রবিবার, ২৭ মে, ২০১৮ ০০:০০ টা

খালেদার তিন জামিন আবেদন হাই কোর্টের কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা ও নড়াইলের পৃথক তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। তালিকার ১ ও ২ নম্বরে রয়েছে কুমিল্লায় নাশকতা ও হত্যা এবং নড়াইলে মানহানির অভিযোগে দায়ের করা মামলা। আর ৩ নম্বরে রয়েছে কুমিল্লায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি। কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি গত বৃহস্পতিবারই শেষ হয়। আজ এ মামলায় জামিন আবেদনের ওপর আদেশ হতে পারে বলে আইনজীবীরা জানান। অন্য আবেদন দুটির শুনানি শেষ হয়ে গেলে আজই আদেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে তাদের মত। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী এ কে এম এহসানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কুমিল্লার একটি মামলার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। অন্য আবেদন দুটির ওপর আজ শুনানি হবে। শুনানি শেষ হয়ে গেলে তিনটি আবেদনের বিষয়েই একসঙ্গে আদেশ দিতে পারে আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগ থেকে খালেদা জিয়া চার মাসের জামিন পাওয়ার পর অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তার মুক্তি আটকে যায়। পরে গত ২০ মে হাই কোর্টের অনুমতি নিয়ে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি মামলা বিশেষ আইনে হওয়ায় ওই মামলায় ফৌজদারি আপিল করা হয়। তার সঙ্গেই খালেদার জামিন চাওয়া হয়।

সর্বশেষ খবর