বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

খালেদার আবেদন নিষ্পত্তিতে ম্যাজিস্ট্রেট ভুল পথে : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা কার্যকর ও জামিন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভুল পথে পরিচালিত হয়েছেন বলে মন্তব্য করেছে হাই কোর্ট। একই সঙ্গে এ-সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে আদেশে। গতকাল প্রকাশিত এ-সংক্রান্ত একটি মামলার লিখিত আদেশে হাই কোর্ট এসব মন্তব্য করে। ৩১ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশটি দিয়েছিল। খালেদা জিয়ার মামলা নিয়ে বিচারিক আদালতের আদেশ পর্যালোচনা করে হাই কোর্টের আদেশে বলা হয়েছে, ‘আমাদের বলতে দ্বিধা নেই, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট গ্রেফতারি পরোয়ানা কার্যকরসহ জামিন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হয়েছেন। খালেদা জিয়া ইতিমধ্যে অন্য মামলায় কারাগারে রয়েছেন। ফলে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের জন্য আর অপেক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু এর পরও গ্রেফতারি পরোয়ানা কার্যকর-সংক্রান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করে জামিন আবেদন নথিভুক্ত করে আদেশ দিয়ে ম্যাজিস্ট্রেট গুরুতর ভুল করেছেন।’ হাই কোর্টের লিখিত আদেশে বলা হয়, ‘মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এটা প্রতীয়মান হয় যে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর প্রতিবেদন গ্রহণের নামে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট অপ্রয়োজনীয়ভাবে তার জামিন আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করেছেন, যেটা আদালতের প্রক্রিয়ার অপব্যবহারের শামিল।’ একই সঙ্গে ঢাকার মুখ্য মহানগর হাকিম ও সংশ্লিষ্ট হাকিমকে হাজিরা পরোয়ানা ইস্যু করতে এবং জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে বলেছে হাই কোর্ট।

লিখিত আদেশ প্রকাশের পর গতকাল সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার জন্মদিন-সংক্রান্ত মানহানির মামলায় বিচারিক আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। হাই কোর্ট এ বিষয়ে তার পর্যালোচনায় ভুল ও বিলম্বের কথা বলেছে। তিনি বলেন, বিলম্ব হওয়ার পর্যবেক্ষণ নিয়ে আদালত যা বলেছে, খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদন করার কারণে দেরি হয়েছে। এ ছাড়া এ মামলায় বিচারিক আদালত খালেদাকে জামিন দিতে পারবে কি না, এর কোনো নির্দেশনা হাই কোর্ট দেয়নি বলেও জানান তিনি। ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২-এ মামলাটি করেন। এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ১৭ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর ২৫ এপ্রিল এ মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করেন।

সর্বশেষ খবর