শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা

রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাদকবিক্রেতা যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না। জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীর মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ ঘোষণা দেন। ডিএমপিপ্রধান বলেন, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকবিক্রেতারা ধরা পড়ছে। যত দিন মাদক নির্মূল করা না যাবে, ততদিন এ অভিযান চলবে। এ যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। ঢাকা শহরে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। যারা মাদকের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতা, অর্থদাতা, তাদের আইনের আওতায় আনা হবে। ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থানের ফলে মহাখালীর সাততলা বস্তির কুখ্যাত মাদকসম্রাজ্ঞী সীমা ও রিমা টিকতে না পেরে গা ঢাকা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ডিএমপি মাদক বেচাকেনায় ব্যবহূত বাড়িটিকে গতকাল ‘কমিউনিটি ডে কেয়ার সেন্টার’ হিসেবে ঘোষণা করেছে। এর আগেও কড়াইল বস্তিতে মাদকসম্রাট আবদুল জলিলের বাড়িটিকে বানানো হয়েছে ‘কমিউনিটি ডে কেয়ার সেন্টার’।

সর্বশেষ খবর