বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮ ০০:০০ টা

বিকালে আটক রাতে মুক্ত ইমরান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিকালে আটক রাতে মুক্ত ইমরান

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিকালে আটক করার পর রাতে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত এক কর্মসূচিতে অংশ নিতে এলে তাকে সেখান থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান,  ইমরান এইচ সরকারকে আটক করা হয়। তাকে র‌্যাব-৩ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সোয়া ১১টার দিকে র‌্যাব কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো মোবাইল ফোনের এস এম এসে জানানো হয় ইমরান এইচ সরকারকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের নামে ‘বিনা বিচারে মানুষ খুনের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ শীর্ষক সমাবেশের ডাক দেয় গণজাগরণ মঞ্চ। কর্মসূচিতে যোগ দিতে ইমরান বিকাল সাড়ে ৪টার দিকে সমাবেশস্থলে হাজির হন। এর আগে একই দাবিতে জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি চলছিল। কর্মসূচি শেষে তিনি ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এমন সময় গণগ্রন্থাগারের সামনে আগে থেকেই অবস্থান নেওয়া একটি সাদা মাইক্রোবাসে সাদা পোশাকে সাত-আটজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেন। এ সময় গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেয় এবং বাধা সৃষ্টিকারীদের লাঠিপেটা করে। এতে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি দীপক শীল, সাবেক কেন্দ্রীয় সভাপতি লিটন নন্দীসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত দীপক শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার নিন্দা জানিয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, আন্দোলন সংগ্রাম যে কোনো মানুষের একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকারকে খর্ব করে ইমরানকে তুলে নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর