শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

বাজেটে ইতিহাস গড়লেন মুহিত

নিজস্ব প্রতিবেদক

বাজেট ঘোষণায় ইতিহাস সৃষ্টি করলেন প্রবীণ রাজনীতিক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি টানা দশম বারের মতো জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করলেন। একই সঙ্গে তিনি সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা প্রয়াত সাইফুর রহমানের রেকর্ড ছুঁয়েছেন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে। এর আগে অর্থমন্ত্রী হিসেবে শুধু সাইফুর রহমান জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করেছেন। গতকাল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এটা মুহিতের টানা দশম বাজেট উপস্থাপন। এর আগে মহাজোট সরকারের পাঁচ বছরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে পাঁচটি বাজেট উপস্থাপন করেছেন বর্ষীয়ান এই রাজনীতিক। এ নিয়ে তিনি ১২টি বাজেট উপস্থাপন করলেন। গতকাল দুপুর পৌনে একটায় জাতীয় সংসদে দাঁড়িয়ে আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন। এর মধ্য দিয়ে অর্থমন্ত্রী হিসেবে নিজের নাম অনন্য উচ্চতায় নিয়ে যান এ এম এ মুহিত। বাজেট পাস রেকর্ডে এতদিন এগিয়ে ছিলেন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান। তিনি জাতীয় সংসদে মোট ১২টি বাজেট উপস্থাপন করেছিলেন। এবারে তার সমান সংখ্যক বাজেট উপস্থাপন করে সাইফুর রহমানের পাশেই নিজের নাম লেখালেন আবুল মাল মুহিত। কারণ আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদ ছাড়া এরশাদের শাসনামলে দুই অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। তবে টানা দশম বার সংসদে বাজেট উপস্থাপন করার কৃতিত্ব একমাত্র মুহিতেরই। এই রেকর্ড দেশের আর কোনো অর্থমন্ত্রীর নেই। সেই হিসেবে মুহিত এখন সবাইকে ছাড়িয়ে গেলেন। এমন রেকর্ড বিশ্বে খুব কম অর্থমন্ত্রীর রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেও বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, বিশ্বে সর্বোচ্চ টানা ১৭ বছর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মরিসাসের অর্থমন্ত্রী রিংগাদো। এরপর টানা ১০ বছর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন মুহিত।

সর্বশেষ খবর