শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

কল্পলোকের বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

কল্পলোকের বাজেট বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কল্পলোকের বাজেট বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকাই ঘাটতি। এ ঘাটতি কোথা থেকে পূরণ করা হবে সে প্রস্তাব নেই। বিনিয়োগ, কর্মসংস্থান বাড়েনি। এটা কল্পলোকের বাজেট। অবাস্তব বাজেট। এ বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে, বড় চ্যালেঞ্জ হবে। গতকাল জাতীয় সংসদ অধিবেশন শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, দেশে দারিদ্র্যসীমা গত ৫ বছর ধরে ২৩%, এখনো তাই আছে। ব্যাংকিং খাতে, আর্থিক খাতে লুটপাট হয়েছে। সে টাকা পূরণ করছে কি দিয়ে? জনগণের টাকা দিয়ে। এর চেয়ে বড় প্রতারণা কী হতে পারে? তিনি বলেন, এক কথায় সুশাসনের অভাব। ইয়াবা ব্যবসা, খুন-ধর্ষণ অবিরাম চলছে। বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। বেকারত্ব বাড়ছে, সর্বত্র অরাজকতা। এমন ঘটনা পৃথিবীর কোথাও হয়নি।

সর্বশেষ খবর