শিরোনাম
শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

সব মহলে প্রশংসিত হবে

নিজস্ব প্রতিবেদক

সব মহলে প্রশংসিত হবে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে শিল্পের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং সামাজিক সুরক্ষার লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী একটি যুুগান্তকারী বাজেট দিয়েছেন। এটা অত্যন্ত চমৎকার বাজেট। নতুন করে কর বৃদ্ধি হয়নি। এই বাজেট বাস্তবায়ন হলে রূপকল্প-২০২১ লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। এবারের বাজেট সব মহলে প্রশংসিত হবে। জনজীবনে স্বস্তি ফিরে আসবে। গতকাল বিকালে জাতীয় সংসদে বাজেট ঘোষণা শেষে অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বলা হচ্ছে, এটা নির্বাচনী বাজেট না— সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এটা নির্বাচনী বাজেট নয়। তবে নির্বাচনী বছর এটা ঠিক। নির্বাচনকে লক্ষ্য করে বাজেট দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেন। গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করেন। সেই হিসেবে দারিদ্র্য বিমোচন, শিল্পায়নের লক্ষ্য নিয়েই এই বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে এবার ব্যবসায়ীরাও সন্তুষ্ট হবেন। অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেওয়া যাবে। প্রস্তাবিত বাজেটকে বিএনপি জনবিরোধী বলছে-এমন প্রশ্নের জবাবে বাণিজমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ বলেন, বিএনপি বাজেট পড়েনি, দেখেওনি। বাজেট পেশ করার আগেই, জনবিরোধী বাজেট? এটা তাদের কথার কথা। বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। তারা কোথায় থেকে বলল এই বাজেট জনগণের বাজেট নয়? বিরোধিতা করতে হবেই তাই করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর