শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা
অন্য চোখে দেখা

সীমিত মানুষ সুবিধা পাবে

----- সালেহ উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

সীমিত মানুষ সুবিধা পাবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, সীমিত সংখ্যক মানুষ সুবিধা পাবে প্রস্তাবিত বাজেট থেকে। যে পরিমাণ কর, মূসক আরোপ করা হয়েছে তাতে দেশের অধিকাংশ মানুষ চাপে পড়বে। বড় বাজেট ঘোষণা দিয়ে এক ধরনের নির্বাচনী ভাবনা কাজ করেছে বেশি বলে আমি মনে করি। আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। সালেহ উদ্দিন বলেন, নতুন কোনো বিশেষত্ব নেই এই বাজেটে। আমাদের দ্রুত অর্জনগুলো ধরে রাখতে যে রূপরেখা থাকা উচিত তার কোনো নির্দেশনা নেই। এই বাজেট বাস্তবায়ন হবে কিনা জনগণ জানে না। কিন্তু তাদের ওপর যে চাপ সেটা ঠিক তাদের সইতে হবে। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা প্রকল্পে বাজেট বাড়ানো হয়েছে। এটা ভালো দিক। এই বিবেচনায় শুধু বলা যায় এই বাজেট ভালোও নয় মন্দও নয়। বাজেটে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সবগুলো অর্জন করা কঠিন হবে। সেটা রাজস্ব লক্ষ্যমাত্রা, প্রবৃদ্ধি, এমনকি উন্নয়ন বাজেটও বাস্তবায়ন করা কঠিন। এর কারণে হচ্ছে দেশের বিনিয়োগ পরিস্থিতি নেতিবাচক। বিদেশি বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকগুলোও এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি টাইট পজিশনে আছে। সুদ হার কমছে না। ফলে প্রবৃদ্ধি কীভাবে হবে। মানুষকে তুষ্ট করতে এক ধরনের বক্তৃতানির্ভর এই বাজেট খরচ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর