শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন

নিজস্ব প্রতিবেদক

ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট একটি বড় নীল বেলুন। এই বাজেটের ভেতরটা শূন্য। একটা সুই দিয়ে গুঁতা দিলে ফেটে যাবে। ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন, যার ভেতরে কিচ্ছু নেই, শূন্য। এটা একটি গতানুগতিক বাজেট। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন এই সরকারের বৈধতা আছে কিনা। গত ৯ বছরের শাসনে জনগণকে যা কষ্ট দিয়েছেন সেটা ইতিহাস একদিন রায় দেবে। বিগত বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, ব্যাংক লুট হয়েছে এগুলো নিরসন করার কোনো নির্দেশনা বাজেটে নেই। মাদকদ্রব্য নির্মূলের নামে সরকার বিরোধী দল নির্মূল করতে চায়। সরকার আমাদের অনেক নেতা-কর্মীর নাম তাদের কথিত তালিকায় তালিকাভুক্ত করা শুরু করেছে। কোনো দায়িত্বশীল সভ্য সরকার এভাবে মানুষকে হত্যা করার হুকুম দিতে পারে না। এ সরকার তা দিয়ে অপরাধ করেছে। মওদুদ বলেন, একটা তরুণ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে কিংবা গ্রামের এক কৃষককে বন্দুকযুদ্ধে মেরে ফেলা হচ্ছে সে যে মাদক ব্যবসায়ী এটা কে নির্ধারণ করছে? কোন আদালত এর সিদ্ধান্ত দিয়েছে? বিনা বিচারে হত্যা অনেকটা গণহত্যার মতো। আমি চাই দেশ মাদকমুক্ত হোক। কিন্তু ৯ বছরে সরকার কী করেছে সেটাও জানতে চাই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে মওদুদ বলেন, এতদিন ইসি বলে আসছে সেনা মোতায়েন করা হবে না। হঠাৎ করে তারা বলছে সেনা মোতায়েন হবে জাতীয় নির্বাচনে। হঠাৎ করে কেন বললেন সেটাও প্রশ্ন। তবে সেনা মোতায়েন করলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখলে হবে না। যাতে জনগণ নির্ভয়ে ভোট প্রদান করতে পারে সেই পরিবেশ রাখতে হবে। সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর