মঙ্গলবার, ১২ জুন, ২০১৮ ০০:০০ টা

বিদেশে কেন নারী গৃহকর্মী পাঠাতে হবে

নিজস্ব প্রতিবেদক

বিদেশে কেন নারী গৃহকর্মী পাঠাতে হবে

কাজী রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, গৃহকর্মে নারী এমনিতেই নিরাপদ নয়, সেখানে বিদেশে কেন এভাবে নারীদের পাঠানো হচ্ছে? গতকাল ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাজী রিয়াজুল হক এ প্রশ্ন তোলেন। বেসরকারি সংস্থা ব্র্যাক এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) যৌথ উদ্যোগে বিদেশ ফেরত নারীদের সহায়তা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। কাজী রিয়াজুল হক বলেন, বিদেশ ফেরত নারীদের পাশে রাষ্ট্রসহ সবাইকে থাকতে হবে। বিদেশ ফেরত নারীদের আর কত কান্না আমরা শুনব? মধ্যপ্রাচ্যে নারীরা শারীরিক, মানসিক এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছে। ফিলিপাইন, শ্রীলঙ্কা যখন নারীকর্মী পাঠানো কমিয়ে দিচ্ছে, কেন আমরা গৃহকর্মী পাঠাচ্ছি? গৃহকর্মে তো মানুষ নিরাপদ নয়। আর সৌদি আরবে তো তারা পরিবার পরিজনের সঙ্গে কথা বলতে পারে না।

সর্বশেষ খবর