বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

যেসব বিষয়ে সম্মত হলেন দুই নেতা

প্রতিদিন ডেস্ক

যেসব বিষয়ে সম্মত হলেন দুই নেতা

সিঙ্গাপুরে গতকাল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করমর্দন —এএফপি

সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকের পর কিছু বিষয়ে যৌথ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। গতকাল বৈঠক শেষে তাদের স্বাক্ষর করা এক যৌথ ঘোষণায় বলা হয়, দুই দেশের মানুষের শান্তি এবং সমৃদ্ধির কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া নতুন করে সম্পর্ক স্থাপন করবে। কোরিয়া উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করবে। গত ২৭ এপ্রিল দেওয়া ঘোষণা অনুযায়ী কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের কাজ সম্পন্ন করতে কাজ করে যাবে। যুদ্ধবন্দীদের নিয়ে ব্যবস্থা নিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কোরিয়া। একই সঙ্গে যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের দ্রুত পুনর্বাসন করা হবে। ট্রাম্প ও কিম দুজনই তাদের এই যৌথ ঘোষণায় উল্লিখিত বিষয়গুলো পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেন। এই ঐতিহাসিক চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে কয়েক দশক ধরে চলে আসা উত্তর কোরিয়ার দ্বন্দ্বের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এই বৈঠকের ফল নিয়ে খুব দ্রুতই দুই দেশের সরকার আবারও আলোচনায় বসবে বলেও তারা জানান।

সর্বশেষ খবর