বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটাস এয়ারলাইনসের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে কানাডা যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কানাডার সময় বেলা ৩টার দিকে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে দুবাইয়ের উদ্দেশে রওনা হন তিনি। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখানে সাড়ে তিন ঘণ্টা যাত্রাবিরতি করেন। দুবাই বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। প্রধানমন্ত্রী পরে স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় দেশের উদ্দেশে দুবাই ত্যাগ করেন। ঢাকায় বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে টরন্টো হয়ে কুইবেক পৌঁছান। শনিবার সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন। তিনি রবিবার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া নৈশভোজে অংশ নেন। রবিবার কুইবেক থেকে টরন্টো ফিরে কানাডা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় বক্তব্য দেন তিনি। সোমবার কানাডার মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর