বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

প্রকাশক বাচ্চু হত্যায় ৪ জনের নামে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক, কবি, প্রকাশক ও ব্লগার শাজাহান বাচ্চু (৬৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ২য় স্ত্রী আফসানা বেগম চার অজ্ঞাতনামার বিরুদ্ধে সিরাজদিখান থানায় গতকাল মামলা করেছেন। সোমবার জেলার সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের তিন রাস্তার মোড়ে ৪ যুবক শাজাহান বাচ্চুকে গুলি চালিয়ে হত্যা করে। খবর পেয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধূরী আবদুল্লাহ আল মামুন পিপিএম রাত সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব কাকালদী তিন রাস্তার মোড়ের ফার্মেসি থেকে বের হওয়ার পর শাজাহান বাচ্চু খুন হয়। ২টি মোটরসাইকেলে ৪ জন লোক এসে তাকে ধরে রাস্তায় নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ সময় সিরাজদিখান থানার এএসআই মাসুম ওই রাস্তা দিয়ে মুন্সীগঞ্জ থেকে থানার দিকে যাচ্ছিলেন। এএসআই মাসুম জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে একটি বিকট আওয়াজ পান। সামনে এসে দেখেন একটি লোক পড়ে আছে। প্রথম ভাবছিলেন বিদ্যুতের তারে সমস্যা হয়েছে কিনা। পাশের রাস্তা থেকে তাকে উদ্দেশ্য করে গালি দিয়ে গুলি করতে বলে। এ সময় একজন ব্যাগ থেকে একটি ককটেল তার দিকে ছুড়ে দৌড়ে পিছিয়ে যায়। তিনি পিস্তল বের করতেই আরেকজন তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। মাসুম নিজেও বসে গুলি করার চেষ্টা করলে বিপরীত রাস্তায় দুর্বৃত্তরা দৌড়ে দুই মোটরসাইকেলে ৪ জন পালিয়ে যায়। শাজাহান বাচ্চুর ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী দূর্বা জানান, লাশ দেখার আগ পর্যন্ত বিশ্বাস করতে পারিনি বাবা মারা গেছেন। জানি না কারা মারতে পারে। ঢাকা রেঞ্জ ডিআইজি চৌধূরী আবদুল্লাহ আল মামুন বলেন,সন্ধ্যার আগে ফার্মেসি থেকে ওষুধ কিনে বের হওয়ার পর শাজাহান বাচ্চুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে সেটা আমরা দেখব ও প্রয়োজনীয় ব্যবস্থা নিব। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর