বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্প-কিমের বৈঠক শিক্ষণীয় আছে চ্যালেঞ্জ

জুলকার নাইন

ট্রাম্প-কিমের  বৈঠক শিক্ষণীয় আছে চ্যালেঞ্জ

হুমায়ূন কবির

যুগ-যুগান্তরের বিরোধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বৈঠক ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা। এটি থেকে শিক্ষা নেওয়ার বিষয়ও আছে। কারণ, যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে যে সফলতা আসে এটা তার প্রমাণ। তবে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় এখনো সামনে আছে বেশকিছু চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি কোনো উল্লেখযোগ্য অসমাপ্ত বিষয় থাকে, তার একটি কোরিয়ার দ্বন্দ্ব। বলতে গেলে সেই ১৯৫০ সালের পর থেকে এখনো যেখানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, বেশকিছু চেষ্টা হয়েছে কিন্তু কিছুতেই কোনো ধরনের সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। সর্বশেষে গত ছয় সাত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বাদানুবাদে পরিস্থিতি ক্রমে সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছিল। তবে এখন সম্ভবত বাস্তবতা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার নেতারা নিজেদের সংযত করলেন। যুদ্ধ এড়াতে বৈঠকে বসলেন তারা। তিনি বলেন, আমরা আশাবাদী ট্রাম্প-কিমের বৈঠকের মাধ্যমে শিগগির শান্তি ফিরবে কোরীয় উপদ্বীপে। কিন্তু এ ক্ষেত্রে বেশকিছু চ্যালেঞ্জ এখনো আছে। এর সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার নিরাপত্তার বিষয়গুলো জড়িত রয়েছে। যেহেতু দুই নেতাই বলেছেন তাদের সরকার শিগগির আবার আলোচনায় বসবে— তাহলে আমাদের এখন সেদিকেই দৃষ্টি দেওয়া উচিত। সাবেক এই রাষ্ট্রদূত বলেন, কূটনীতিতে বলা হয়, আজকের শত্রু কালকে বন্ধু হতে পারবে না এমন কোনো নিয়ম নেই। এটাই একটা উত্কৃষ্ট উদাহরণ হয়ে থাকবে ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক। আমাদেরও আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। তাই এটি শিক্ষণীয়।

সর্বশেষ খবর