শিরোনাম
বুধবার, ১৩ জুন, ২০১৮ ০০:০০ টা

এক মাসের মধ্যে হলি আর্টিজানে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

এক মাসের মধ্যে হলি আর্টিজানে চার্জশিট

রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলাটি একেবারেই শেষ প্রান্তে। সবকিছু ঠিক থাকলে এক মাসের মধ্যেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, তাড়াহুড়া করে একটা জিনিসকে নষ্ট করার চেয়ে একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে। আর সেটা মাসখানেকের মধ্যেই দেওয়া হবে। অপরাধীদের শাস্তি হবে মানুষ এটাই চায়। এ মামলার তদন্তে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য-সহযোগিতা পাওয়া গেছে। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় অস্ত্রধারী জঙ্গিরা হামলা চালায়। প্রতিরোধ করতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় ডিবির এসি রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খান নিহত হন। রাতে দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হয়। অনুষ্ঠানে সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ডিএমপি প্রধান বলেন, ‘আমাদের সমন্বিত নিরাপত্তার জন্য রমজানের এই ২৬ দিনে ঢাকা মহানগরীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ ঘটেনি। ঈদ সামনে রেখে যেসব আপরাধ হয়ে থাকে তা আমরা সবাইকে নিয়ে নিয়ন্ত্রণ করেছি। মানুষ নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং মলে ঈদ কেনাকাটা করে বাড়ি ফিরছে।’ তিনি বলেন, ‘অজ্ঞান পার্টি, পকেটমার, চাঁদাবাজ ও টিকিট কালোবাজারিদের বরদাশত করব না। শুধু বাস টার্মিনাল নয়, আমরা সদরঘাট লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে নিয়েছি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা শহরে কোনো ধরনের চাঁদাবাজি হবে না। যে-ই চাঁদাবাজি করবে তাকে ছাড় দেওয়া হবে না।’ ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী হয়রানিমূলক কোনো আচরণ বরদাশত করা হবে না। ঢাকা শহরের প্রবেশ ও বাহিরপথ যানজটমুক্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামতে দেওয়া হবে না। লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামলে মোবাইল কোর্টের মাধ্যমে ডাম্পিং করা হবে।’ পরিবহন শ্রমিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা মাদক খাবেন না। নেশাগ্রস্ত হয়ে নিজের সঙ্গে যাত্রীদেরও বিপদে ফেলবেন না। জঙ্গির পর মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। যত দিন ঢাকা মহানগরে মাদক থাকবে, তত দিন আমাদের অভিযান চলবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।’ আনন্দমুখর ও নিরাপদ ঈদযাত্রার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ খবর